BREAKING NEWS

Thursday, September 29, 2016

সব ঋতুতে ঠোটের সমস্যার সমাধান।।

মুখের সৌন্দর্য্য
অনেকখানি নির্ভর
করে ঠোঁটের উপর। শীত
ছাড়াও সব মৌসুমেই ঠোঁটের
আলাদা যত্নের দরকার হয়।
শুধু মেয়েদেরই নয়, ঠোঁটের ধরন বুঝে ছেলেদেরও ঠোঁটের
যত্নের প্রয়োজন
পড়তে পারে।

ঠোঁটের নানান রকম যত্নের
উপায় জানাচ্ছেন
হেয়ারোবিক্স ব্রাইডালের
রূপবিশেষজ্ঞ

তানজিমা শারমিন মিউনি।
▄ প্রতিদিন ক্লিনজিং মিল্ক দিয়ে ঠোঁট
পরিষ্কার করা উচিত।
মাঝেমধ্যে ব্রাশ দিয়ে ঠোঁট
হালকা ব্রাশ
করে নিতে পারেন।
এতে মরা কোষ ঝরে যাবে। সূর্যের
অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে রোদে বের
হওয়ার আগে লিপবাম
বা নারকেল তেল লাগিয়ে এর
ওপর লিপস্টিক লাগান।

▄ রাতে ঘুমানোর
আগে অবশ্যই ক্রিম
বা ভেজা তুলার
সাহায্যে লিপস্টিক
তুলে ভ্যাসলিন লাগিয়ে নিন।
মনে রাখা জরুরি, বারবার জিভ দিয়ে ঠোঁট চাটা বা ঠোঁট
কামড়ানো খুব খারাপ অভ্যাস।
যত তাড়াতাড়ি সম্ভব এ
অভ্যাস ছাড়ুন।
▄ভিটামিন ‘সি’র
অভাবে ঠোঁটের কোণা ফেটে যায়। এ জন্য
ভিটামিন ‘সি’যুক্ত খাবার ও
ট্যাবলেট খেতে পারেন।
প্রয়োজনে চিকিৎসকের
পরামর্শ নিন। এ
ছাড়া ঘরে বসেই ঠোঁটের বিভিন্ন সমস্যার সমাধান
করা সম্ভব।
শুষ্ক ঠোঁটের সমস্যা
ঠোঁটের শুষ্কতা কমাতে সব
সময় সঙ্গে ভ্যাসলিন

বা চ্যাপস্টিক ব্যবহার করুন। প্রচুর পরিমাণে পানি খাবেন।
যাদের ঠোঁট অতিরিক্ত শুষ্ক
তারা প্রতিদিন মধু,
গোলাপজল ও কমলালেবুর রস
মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন।
শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। ফাটা ঠোঁটের সমস্যা
অনেক সময় নিচের ঠোঁট
থেকে চামড়া ওঠে। এসব
চামড়া হাত
দিয়ে না তুলে বরং ভ্যাসলিন
ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
কালচে ঠোঁটের সমস্যা
সপ্তাহে দুই দিন লিপপ্যাক
ব্যবহার করতে পারেন। দুধের
সর, মধু
একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ২০ মিনিট
রেখে ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন।
নিয়মিত
করতে পারলে ঠোঁটের

কালচেভাব দূর হবে। এ
ছাড়া ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে চন্দনবাটা লাগাতে পারেন।
ঠোঁটের কোণায় কালোভাব
কমাতে শশা ও পাতিলেবুর রস
মিশিয়ে দিনে তিন
থেকে চারবার
ঠোঁটে লাগালে উপকার পাওয়া যাবে।
ঠোঁটের কালচেভাব দূর
করতে মুলতানি মাটিতে কয়েক
ফোঁটা মধু ও কাঁচাদুধ
মিশিয়ে লাগান। ১০ মিনিট পর
ধুয়ে ফেলুন। মসৃণ ঠোঁটের জন্য
ঠোঁটের মসৃণতা বজায়
রাখতে স্ট্রবেরির ক্বাথ, মধু
ও দুধের সর
মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন।
মিনিট বিশেক পরে ধুয়ে ফেলুন।


Share this:

Post a Comment

 
Copyright © 2014 BD SMART HOUSE . Designed by OddThemes | Distributed By Gooyaabi Templates