ভয়ংকর হলেও এটি সত্য যে আপনি যতটা জ্ঞান বাড়াতে আপনার মাথাকে ব্যবহার করবেন, ঠিক ততটায় আপনার মস্কিষ্কের ক্ষমতা কমতে থাকবে।
বয়সে সবকিছুই সমৃদ্ধ হয়- একটি বিখ্যাত প্রবাদবাক্য। সাধারণভাবে বলা হয়ে থাকে, বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে থাকে।
কিন্তু
প্রথমবারের মতো বিজ্ঞানীরা বলছেন, বয়স বাড়ার কারণে জ্ঞান বাড়ে এবং এর
ফলে পুরনো মস্তিষ্কের নতুন কিছু গ্রহণ করার সময় লাগে বেশি। অনেকে এটাকে ভুলভাবে বলতে পারেন মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে।
বিজ্ঞানীরা
বলছেন, বয়স বাড়ার সাথে সাথে দুনিয়া সম্পর্কে মানুষের জ্ঞান বাড়তে
থাকে। এটা অনেকটা কম্পিউটারের হার্ড ড্রাইভ পূর্ণ হয়ে যাওয়ার মতো
ব্যাপার। মেধা হ্রাস পাওয়ার কারণে নয়, বরং অনেক বেশি অভিজ্ঞতার কারণে
পুরনো মস্তিস্ক মন্থর হয়ে যায়।
জার্মানির তুবিনজেন
বিশ্ববিদ্যালয়ের ড. মাইকেল র্যামস্কারের নেতৃত্বে একদল গবেষক এই
সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা কম্পিউটার ব্যবহার করে দেখেছেন, যেসব কম্পিউটার
সীমিত সামগ্রী ‘পড়েছে’ সেগুলোর চেয়ে একই মানের পুরনো যেসব কম্পিউটার বেশি
‘পড়েছে’ সেগুলোর চেয়ে বেশি কার্যক্ষম। তাদের মতে, ‘অভিজ্ঞতার’ কারণে
কম্পিউটারের ডাটাবেইজ বাড়তে থাকে। এর ফলে এসব কম্পিউটারকে বেশি তথ্য
প্রসেস করতে হয়। এতেই বেশি সময় লাগে।
Post a Comment